কোন উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ধর্ম ইসলাম?

সঠিক উত্তর: পাঙন
বাংলাদেশে বর্তমানে ৪৫ টি নৃ - গোষ্ঠী বসবাস করে। এর মধ্যে একমাত্র পাঙন উপজাতিরা মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় বসবাস করে। এরা পারিবারিকভাবে পিতৃতান্ত্রিক । বাংলাদেশ ছাড়া ভারতের মণিপুর , আসাম ও ত্রিপুরাতে ও অধিকসংখ্যক পাঙন জনসাধারণ বসবাস করছে।