'ঘরে বাইরে' উপন্যাসের রচয়িতা কে?

সঠিক উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
ঘরে বাইরে উপন্যাসের রচিয়তা রবীন্দ্রনাথ ঠাকুর। এছাড়া তারা রচিত উল্লেখযোগ্য উপন্যাস ; চতুরঙ্গ, যোগাযোগ, গোরা, । কাজী আবদুল ওদুদ রচিত উপন্যাস " নদীবক্ষে"। কালীপ্রসন্ন সিংহ রচিত " হুতোম প্যাঁচার নকশা " নকশাধর্মী গ্রন্থ চলিত রীতির প্রবর্তক হিসেবে প্রমথ চৌধরীর রচিত প্রথম গ্রন্থ , বীরবলের হালখাতা।