কোনটি শিরার বৈশিষ্ট্য নয়?

সঠিক উত্তর: পালমোনারী ধমীতে কপাটিকা থাকে না
শিরার বৈশিষ্ট্য:১৷ শিরার উৎসস্থল জালক এবং মিলনস্থল হৃৎপিণ্ড।২৷ শিরার প্রাচীর পাতলা ও গহ্বর বড়।৩৷ শিরার মধ্যে কপাটিকা থাকে।৪৷ শিরার মাধ্যমে রক্ত দেহের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে পরিবাহিত হয়।৫৷ শিরার মাধ্যমে দূষিত রক্ত বা ডি অক্সিজিনেটেড ব্লাড পরিবাহিত হয়, (ব্যতিক্রম ফুসফুসীয় শিরা, যেখানে যুক্ত রক্ত পরিবাহিত হয়)।৬৷ শিরার মধ্যে দিয়ে রক্ত ধীরে প্রবাহিত হয়।৭৷ শিরার স্পন্দন নেই।৮৷ শিরা কেটে গেলে গল গল করে রক্ত বেরোয়।৯।দেহ থেকে হৃদপিন্ডের দিকে পরিবহন করে১০।কম চাপে রক্ত পরিবহন করে১১।পালমোনারী শিরাতে কপাটিকা থাকে না