নিম্নের কে যাকাতের হকদার নয়?

সঠিক উত্তর: স্ত্রী
ব্যাখাঃ যাকাতের ৮টি ক্ষেত্র যাকাতের হকদার না। ১। ফকির ২। মিসকিন ৩। যাকাত আদায়ে নিযুক্ত ব্যক্তি ৪। নওমুসলিমদের মন জয় করার জন্য ৫। দাসমুক্তি ৬। ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ ৭। আল্লাহর পথে ব্যয় ৮। মুসাফির। যেহেতু স্ত্রীর ভরন পোষন স্বামীকে বহন করতে হয় তাই স্ত্ররী যাকাতের হকদার নয়।