স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য-

সঠিক উত্তর: কোষগুলো বিভাজনে অক্ষম
স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্যঃ১। এই টিস্যুর কোষ গুলো বিভাজিত হতে পারেনা২। কোষ গুলো বেশীর ভাগ সময় মৃত হয়। তবে, যে সব কোষ জীবিত ঠাকে, তাদের সাইটোপ্লাজম কম হয়।৩। নিউক্লিয়াস ছোট ও কোষের কিনারার দিকে থাকে।৪। কোষ গহবর থাকে।৫। কোষ প্রাচীর বেশ পুরু ঠাকে ও এতে নানান ধরণের নকশা দেখা যায়।