’স্নান > সিনান’ কোন ধরনের ধ্বনি পরিবর্তন প্রক্রিয়া ?

সঠিক উত্তর: বিপ্রকর্ষ
স্নান - সিনাান ধ্বনি পরিবর্তনের এ রীতিকে বিপ্রকর্ষ বলা হয়। সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে, একে বলাহয় স্বরাগম বা বিপ্রকর্ষ।