গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত?

সঠিক উত্তর: চাঁপাইনবাবগঞ্জ
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ এলাকায় এ সঙ্গীতে প্রচলন রয়েছে । সমাজের নানা অসঙ্গতি তুলে ধরা ও সম্পর্কে নানা করণীয় দিক অত্যন্ত সুন্দরভাবে সঙ্গীতে মধ্যে উপস্থাপনই সারাদেশে গম্ভীরার সুপরিচিতির কারণ এ সঙ্গীতের মূল চরিত্র হলো নানা ও নাতির কথোপকথন এ কথোপকথনের মাঝে একটি বিশেষ সুরে গান 'গম্ভীরা' কে আলাদা মাত্রা দান করেছে।