Viviparous শব্দটি নিচের কোনটির সাথে সম্পর্কিত?

সঠিক উত্তর: অঙ্কুরোদগমে
অঙ্কুর অবস্থায় শুধু প্রধান মূলটি বীজ থেকে বেড়ে বৃদ্ধি পেতে থাকে। এভাবে অঙ্কুরিত মুলের ভারে এক সময় ছিঁড়ে পড়ে নিচের নরম কাদামাটিতে মূলটি খাড়া ভাবে ঢুকে আটকে যায় এবং শীর্ষমুকুল চারায় পরিনত হয়। একেই 'জরায়ুজ অঙ্কুরোদগম' বা viviparous germination   বলে। অর্থাৎ বীজ গাছে থাকা অবস্থায় অঙ্কুরিত হয়ে চারায় পরিনত হয়।