প্রথম বাঙালি মুসলমান কবি কে?

সঠিক উত্তর: শাহ মুহম্মদ সগীর
বাঙালি মুসলমান কবিদের মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন কবি শাহ মুহম্মদ সগীর। তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে (১৩৯৩ - ১৪০৯ খ্রি.) 'ইউসুফ - জুলেখা' প্রণয়োপাখ্যান (কাব্যগ্রন্থ) রচনা করেন।