বাংলাদেশের সাহিত্যা অঙ্গনে সব্যসাচী লেখক কাকে বলা হয়?

সঠিক উত্তর: সৈয়দ শামসুল হক
কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প, অনুবাদ সাহিত্য তথা সাহিত্যের সব জায়গায় বিচরণের জন্যে সৈয়দ শামসুল হককে 'সব্যসাচী লেখক' আখ্যা দেওয়া হয়। সৈয়দ শামসুল হকের উল্লেখযোগ্য রচনাবলিঃ পায়ের আওয়াজ পাওয়া যায় - কাব্যনাট্য - মুক্তিযুদ্ধের পটভূমি। নুরুলদীনের সারাজীবন - নাটক - ফকির বিদ্রোহের পটভূমি