বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি?

সঠিক উত্তর: যশোর
প্রথম ডিজিটাল জেলা যশোর। যশোর জেলা বাংলাদেশের দক্ষিণ - পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক ও রাজনৈতিক গুরুত্বসম্পন্ন অঞ্চল। এবং যশোর জেলার সবচেয়ে বড় প্রধান শহর যশোর । উপজেলার সংখ্যানুসারে যশোর বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা। এর অন্য একটি প্রচলিত বানান যশোহর। ব্রিটিশ আমলে বাংলাদেশের প্রথম শত্রু মুক্ত জেলা.যশোর বিমান বন্দরের সাহায্যে দেশের অভ্যন্তরে যাতায়াত করা হয়।ফুলের রাজধানী যশোর অবস্থিত।যশোর শহর ভৈরব নদের তীরে অবস্থিত।বিভাগীয় শহর খুলনা থেকে যশোরের দূরত্ব ৫২ কিলোমিটার।