একটি ছাত্র মূল নম্বরকে প্রথমে ২০% কমায় এবং পরে গঠিত নম্বর ২০% বাড়ায়। যদি নির্ণীত নম্বরের মধ্যে পার্থক্য ৮ হয় তাহলে মূল নম্বরটি কত?

সঠিক উত্তর: ২০০
ধরি, মূল নম্বরটি ক। ১ম নির্ণীত নম্বর = ক -   ক এর ২০% = ক - ০.২ক = ০.৮ক ২য় নির্ণীত নম্বর = ০.৮ক + ০.৮ক এর ২০% = ০.৮ক + ০.৮ক×২০/১০০ = ০.৮ক + ০.১৬ক = ০.৯৬ক মূল নম্বর ও শেষ নির্ণীত নম্বরের পার্থক্য,  ক - ০.৯৬ক = ৮ বা,  ০.০৪ক = ৮ বা,  ক = ৮/০.০৪ = ২০০