বেতার তরঙ্গ প্রতিফলিত হয় যে স্তর থেকে-

সঠিক উত্তর: আয়নোস্ফিয়ার
৫০ কি.মি থেকে ৫০০ কি.মি উচ্চতা পযন্ত বিন্তৃত বায়ূমন্ডলের অঞ্চল/স্তরকে “আয়নোস্ফিয়া” বলা হয়। এই স্তরে বায়ুর ঘনত্ব কম থাকে। এছাড়া আয়নোস্ফিয়ার অংশে পারমাণবিক অক্সিজেনের ঘনত্ব বেশি থাকে এবং আণবিক অক্সিজেনের ঘনত্ব কম থাকে।