বাগধারার অর্থ নির্ণয় করুন : বাঘের চোখ

সঠিক উত্তর: দুঃসাধ্য বস্তু
বাঘের দুধ / চোখ: বাঘ স্তন্যপায়ী প্রাণী। ওরা ডিম পাড়ে না, বাচ্চা প্রসব করে। আর বাচ্চা বাঘ ছোটবেলায় মায়ের বুকের দুধ খায়। কিন্তু সেই দুধ সংগ্রহ করা মানুষের পক্ষে এক রকম অসম্ভব। তেমনি অসম্ভব বাঘের চোখ সংগ্রহ করা। তাই দুষ্প্রাপ্য বস্তু বা দুঃসাধ্য কাজ বোঝাতে এই বাগধারা ব্যবহার করা হয়।