একটি কলেজে ৭০% পরীক্ষার্থী ইংরেজিতে ও ৮০% পরীক্ষার্থী বাংলায় পাস করেছে। কিন্তু ১০% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ৩০০ জন পরীক্ষার্থী পাস করে থাকে তবে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে?

সঠিক উত্তর: ৫০০
ইংরেজিতে ফেল করেছে = ১০০-৭০ = ৩০%বাংলায় ফেল করেছে = ১০০-৮০ = ২০%শুধু  ইংরেজিতে ফেল করেছে = ৩০-১০ = ২০%শুধু  বাংলায় ফেল করেছে = ২০-১০ = ১০% শুধু ইংরেজিতে, বাংলায় অথবা উভয় বিষয়ে ফেল করেছে = ২০+১০+১০ = ৪০%উভয় বিষয়ে পাস করেছে = ১০০ - ৪০ = ৬০%                   ৬০ জন পাস করলে মোট শিক্ষার্থী = ১০০ জনঅতএব,    ৩০০ জন পাস করলে  মোট শিক্ষার্থী = 100×30060                                                                          = 500 জন (উত্তর)