একই স্বরের পুনরাবৃত্তি না করে মাঝখানে স্বরধ্বনি যুক্ত হওয়াকে কি বলে?

সঠিক উত্তর: অসমীকরণ
সমধ্বনি পাশাপাশি উচ্চারণের সময় অনেক ক্ষেত্রে একটি স্বরধ্বনি যুক্ত হলে তাকে অসীকরণ বলে। যেমন - ফট + ফটফটাফট, ধপ + ধপ > ধপাধপ, টপ + টপ> টপাটপ, পট + পট > পটাপট ইত্যাদি।