কাজী নজরুর ইসলামের ' চল চল চল' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

সঠিক উত্তর: সন্ধ্যা
কাজী নজরুল ইসলামের " চল চল চল " কবিতাটি "সন্ধ্যা " কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কাব্যগ্রন্থটি ১৯২৯ সালে রচিত হয়। বাংলাদেশের রণ সংগীত - "চল চল চল" এই কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে।