টাকায় ১২টি লেবু বিক্রি করায় ৪% ক্ষতি হয়। ৪৪% লাভ করতে হলে টাকায় কতটি লেবু বিক্রি করতে হবে?

সঠিক উত্তর:
ব্যাখাঃ ৪%ক্ষতিতে, বিক্রিয়মূল্য ৯৬ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/ ৯৬ বা ২৫/২৪ টাকা ৪৪% লাভে ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১৪৪ টাকা ক্রয়মূল্য ২৫/২৪ টাকা হলে বিক্রয়মূল্য ( ১৪৪×২৫)/(২৪×১০০) = ১.৫ টাকা ১.৫ টাকায় বিক্রয় করতে হবে ১২ টি লেবু ১ টাকায় বিক্রয় করতে হবে ১২/১.৫ টি লেবু = ৮টি লেবু