ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি?

সঠিক উত্তর: কৃষ্ণনগর রাজসভা
ভারতচন্দ্র রায়গুণাকর আঠারাে শতকের বাংলা মঙ্গলকাব্য ধারার অন্যতম কবি। তিনি নবদ্বীপাধিপতি মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় 'সভাকবি' নিযুক্ত হন। কৃষ্ণচন্দ্রের আদেশে তিনি 'অন্নদামঙ্গল' (১৭৫২) কাব্যটি রচনা করেন। পরবর্তীতে এ রচনা তাকে মহারাজ কর্তৃক 'রায়গুণাকর' উপাধি লাভ করিয়ে দেয়। তিনিই মধ্যযুগের শেষ কবি।