MS Word - এ প্রিন্ট দেওয়ার কমান্ড কোনটি ?

সঠিক উত্তর: Ctrl+p
Ctrl + N - নতুন ডকুমেন্ট শুরু করা। Ctrl + O - ওপেন ডায়ালগ বক্স প্রদর্শন করা। Ctrl + W - অ্যাকটিভ ডকুমেন্ট বন্ধ করা। Ctrl + S - ডকুমেন্ট সংরক্ষণ বা সেভ করা। Ctrl + P - প্রিন্ট ডায়ালগ বক্স প্রদর্শন বা প্রিন্ট করার জন্য।