’অহরাহ’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি?

সঠিক উত্তর: অহঃ+অহ
’অহরাহ’ শব্দটির সন্ধিবিচ্ছেদ অহঃ + অহ। ‘অ’ - এর পরে র - জাত ‘ঃ’ থাকলে, এবং তারপরে স্বরধ্বনি কিংবা ঐ একই ধ্বনিগুলো থাকলে (ঘোষ ধ্বনি, নাসিক্য ধ্বনি, অন্তস্থ ধ্বনি ও হ), ‘ঃ’ - র জায়গায় ‘র’ হয়। যেমন - অহঃ + অহ = অহরহ।