”দশে মিলে করি কাজ” বাক্যে “দশে” কোন করাকে কোন বিভক্তি?

সঠিক উত্তর: কর্তৃকারকে ৭মী
বাক্যের সঙ্গে "কে বা কারা" যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই ই কর্তৃকারক। দশে" - শব্দটি কর্তৃকারক এবং এর সাথে "এ" বিভক্তি যুক্ত হয়েছে। সুতরাং সঠিক উত্তর কর্তৃকারকে ৭মী।