কয়েকজন শ্রমিক একটি কাজ ১৮ দিনে করে দিবে বলে ঠিক করল। কিন্তু তাদের মধ্যে ৯ জন অনুপস্থিত থাকায় কাজটি ৩৬ দিনে সম্পন্ন হয়। কত জন শ্রমিক নিযুক্ত হলে কাজটি ১৮ দিনে সম্পন্ন হতো?

সঠিক উত্তর: ১৮
ধরি,  ক সংখ্যক শ্রমিক লাগতো। তাহলে,  (ক - ৯) জনে কাজটি শেষ করে = ৩৬ দিনে                 ক       জনে কাজটি শেষ করে = ৩৬(ক - ৯)/ ক  দিনে কিন্তু,    ৩৬(ক - ৯) / ক = ১৮ বা,         ৩৬(ক - ৯) = ১৮ক বা,          ৩৬ক - ৩৬ x ৯ = ১৮ক বা,        ৩৬ক - ১৮ক = ৩৬ x ৯ বা,        ১৮ক = ৩২৪ বা,       ক = ৩২৪/১৮ সুতরাং,  ক = ১৮ জন