আরিফের একদিনের আয় বাবুর একদিনের আয়ের দ্বিগুণ। আরিফের আয় ১০০ টাকা কমে যায় এবং বাবুর আয় যদি ৫০ টাকা বেড়ে যায় তবে তাদের আয় সমান হবে। আরিফের একদিনের আয় কত?

সঠিক উত্তর: ৩০০
ধরি, আরিফ ও বাবুর একদিনের আয় যথাক্রমে ক ও খ টাকা। তাহলে,  ক = ২খ       বা,   খ = ক/২ আবার,  ক - ১০০ = খ + ৫০ বা,   ক - খ = ৫০ + ১০০ বা,    ক - ক/২ = ১৫০ বা,    ক/২ = ১৫০ বা,    ক = ১৫০ x ২ = ৩০০ টাকা