একটি ঘড়ি দুপুর ১ টার সময় একবার বাজে, ২টার সময় দুইবার বাজে, ৩টার সময় তিনবার বাজে এবং এই নিয়মে বাজতে থাকে। ঘড়িটি ২৪ ঘন্টায় মোট কতবার বাজবে?

সঠিক উত্তর: ১৫৬
ধরি,  ঘড়িটিতে ১ থেকে ১২ পর্যন্ত দাগাংকিত আছে। তাহলে,  ২৪ ঘণ্টায় ঘড়িটি মোট বাজবে = ২ x (১ + ২ + ৩ + ............ + ১২) = ২ x ১২(১২ + ১)/২ = ১৫৬ বার