পানিপূর্ণ একটি বালতির ওজন ১৫ কেজি। শূন্য বালতির ওজন ১.৫ কেটি। ধাক্কা লেগে ৫ কেজি পানি পড়ে গেলে ঐ বালতিতে আর কতটুকু পানি রয়েছে?

সঠিক উত্তর: ৮.৫ কেজি
পূর্ণ বালতির পানির ওজন = ১৫ - ১.৫ = ১৩.৫ কেজি ৫ কেজি পানি পড়ে গেলে বালতিতে আর পানি আছে = ১৩.৫ - ৫ = ৮.৫ কেজি।