একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণের পরিমাণ ৫০ ডিগ্রী হলে অপর দুটি কোণের প্রত্যেকটির পরিমাণ হবে-

সঠিক উত্তর: ৬৫ ডিগ্রী
সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের বিপরীত কোণগুলো পরস্পর সমান। ত্রিভুজের ভিন্ন কোণটি ৫০° হলে সমান কোণদ্বয়ের সমষ্টি = ১৮০ - ৫০ = ১৩০°। সুতরাং, অপর কোণদ্বয়ের প্রত্যেকের মান = ১৩০/২ = ৬৫°