ছয়টি ক্রমিক পূর্ণসংখ্যার প্রথম তিনটির যোগফল ২৭ হলে, শেষ তিনটির যোগফল____

সঠিক উত্তর: ৩৬
ধরি, সংখ্যাগুলা x - ২, x - ১, x,x + ১ , x + ২ , x + ৩ শর্তমতে, x - ২ + x - ১ + x = ২৭ ⇒৩x  = ৩০ .'. x = ১০ ∴ শেষ তিনটি যোগফল = ৩x + ৬ = ৩×১০ + ৬ = ৩৬