৪০০ জন লোকের একটি দলে ২৬০ জন ইংরেজিতে এবং ১৮০ জন বাংলায় কথা বলতে পারে। তাহলে কতজন উভয় ভাষায় কথা বলতে পারে?

সঠিক উত্তর: ৪০ জন
মোট লোক সংখ্যার ৪০০ ইংরজিতে কথা বলতে পারে = ২৬০ জন এবং বাংলাতে কথা বলতে পারে = ১৮০ জন । সুতরাং হয় ইংরেজি এবং বাংলা কথা বলতে পারে এমন লোকের সংখ্যা = ২৬০ + ১৮০ = ৪৪০ জন । কিন্তু যেহেতু মোট লোক সংখ্যা ৪০০ জন। তাই উভই ভাষায় কথা বলতে পারা লোকের সংখ্যা ৪৪০ - ৪০০ = ৪০ জন।