একটি কাজ ১২ লোক ৮ দিনে ১/২ অংশ শেষ করল, অতিরিক্ত কত জন লোক নিয়োগ করলে কাজটি ১২ দিনে শেষ হবে?

সঠিক উত্তর: ৪ জন
১/২ অংশ কাজ ৮ দিনে শেষ করে ১২ জনে কাজটি মোট ১২ দিনে শেষ করতে হলে বাকি ১/২ অংশ কাজ ১২ - ৮ = ৪ দিনে শেষ করতে হবে। এখন, ১/২ অংশ কাজ ৮ দিনে শেষ করে ১২ জনে সুতরাং, ১/২ অংশ কাজ ৪ দিনে শেষ করে = ১২ x ৮ / ৪ জনে = ২৪ জনে অতিরিক্ত লোক প্রয়োজন = ২৪ - ১২ = ১২ জন।