”জমীদার দর্পণ” এর রচয়িতার নাম কি?

সঠিক উত্তর: মীর মোশাররফ হোসেন
‘জমীদার দর্পণ’ মীর মশাররফ হোসেন রচিত একটি নাটক। কৃষকের জীবনে একজন জমিদার যে কতটুকু অভিশাপ হয়ে দেখা দিতে পারে তা এ নাটকে উপস্থাপন করা হয়েছে। তিনি প্রথম মুসলিম ঔপন্যাসিক। ‘বিষাদসিন্ধু’ তার বিখ্যাত একটি উপন্যাস। ‘বসন্ত কুমারী’ তার অপর একটি বিখ্যাত নাটক।