পৃথিবীতে সবচেয়ে শক্ত পদার্থ কোনটি?

সঠিক উত্তর: হীরক
লৌহ একটি অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌলের প্রধান ভৌত ধর্মগুলোর মধ্যে আছে এরা প্রচন্ড শক্ত, ঘনত্ব খুব বেশি, তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী এবং যান্ত্রিক গুণসম্পন্ন। লোহার গলনাঙ্ক ১৫৩৬° সে. এবং স্ফুটনাঙ্ক ৩০০০° সে.। লোহার সাথে % কার্বন ও বিভিন্ন অবস্থান্ত্র ধাতু বিভিন্ন অনুপাতে মিশ্রিত করে যে সংকর ধাতু তৈরি করা হয় তা - ই ইস্পাত। ইস্পাতও উচ্চ গলনাঙ্কবিশিষ্ট ও অত্যন্ত শক্ত। পাথরের মধ্যে সব থেকে শক্ত গ্রানাইট পাথর,। হীরক কার্বনের একটি রুপভেদ। প্রতিটি কার্বন পরমাণু একটি সুষম চতুস্তলকের কেন্দ্রে থেকে এর চারদিকে চতুস্তলকের চারটি কোণে অবস্থিত অপর চারটি কার্বন পরমাণুর সাথে তাদের যোজ্যতা ইলেক্ট্রনের মাধ্যমে শক্তিশালী সমযোজী বন্ধন সৃষ্টি করে। আসলে এক একটি হীরক খন্ড এক একটি অতি বৃহৎ অণু। একটি হীরক খন্ডকে টুকরা করতে হলে অনেকগুলো শক্তিশালী সমযোজী বন্ধন ছিন্ন করতে হয়। এজন্য বালা হয় হীরকই সবচেয়ে শক্ত পদার্থ।