বায়োগ্যাসে প্রধানত কি থাকে?

সঠিক উত্তর: মিথেন
জৈব পদার্থের অক্সিজেনের অনুপস্থিতিতে যে বিশ্লেষণ হয় এবং এর ফলে যে গ্যাস উৎপন্ন হয় তাকে বায়োগ্যাস বলে। পচনশীল বস্তু যেমনঃ জৈব আবর্জনা, গোবর, মনুষ্য মল - মূত্র, উদ্ভিদ - প্রাণীর দেহাবশেষ প্রভৃতি গাঁজন প্রক্রিয়ার মাধ্যমে বায়োগ্যাস উৎপন্ন হয়। এ ধরনের বায়োগ্যাসে প্রাথমিকভাবে এবং কার্বন ডাইওক্সাইড গ্যাস থাকে। বায়োগ্যাসের উপাদানগুলোর শতকরা হিসাব নিম্মরুপ ঃ মিথেন (CH4) ৫০ - ৭৫%, কার্বন ডাইওক্সাইড (CO2) ২৫ - ৫০%, নাইট্রোজেন (N2) ০ - ১০%, হাইড্রোজেন (H2) ০ - ১%, সালফাইড ০ - ৩%।সুতরাং সঠিক উত্তর (ক)।