২০১০ সালে চিকিৎসা বিজ্ঞানে কে নোবেল পুরস্কার পান?

সঠিক উত্তর: রবার্ট এডওয়ার্ডস
আলোচ্য চার ব্যক্তিই ২০১০ সালের নোবেল পুরস্কার বিজয়ী। তবে আন্দ্রে গেইম পেয়েছেন পদার্থবিজ্ঞান, রিচারড হেক ও আকিরা সুজুকি পেয়েছেন রসায়নে এবং রবার্ট এডওয়ার্ডস ২০১০ সালের চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ী। সন্তান লাভের IVF পদ্ধতি উদ্ভাবনের জন্য তার এই প্রাপ্তি। তাকে ‘টেষ্ট টিউব বেবি’র জনকও বলা হয়। এখানে (ঘ) সঠিক উত্তর। ২০১৫ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করে তিন জন। তারা হলেন - উইলিয়াম সি ক্যাম্পবেল সি ক্যাম্পবেল, সাতোশি ওমুরা এবং ইউইউ তু।