বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?

সঠিক উত্তর: ১৭ সেপ্টেম্বর ১৯৭৪
বাংলাদেশ জাতিসংগের ১৩৬ তম সদস্য। ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ জাতিসংঘের ২৯ তম অধিবেশনে ৩টি দেশ সদস্যপদ লাভ কর । এ গুলো হচ্ছে - বাংলাদেশ, গ্রানাডা ও গিনি বিসাউ। এর পূর্বে জাতিসংঘের সদস্য দেশ ছিল ১৩৫টি। ১৯৭৪ সালের সদস্যপদ লাভকারী দেশ ৩টি নিয়ে জাতিসংঘের সদস্য সংখ্যা দাঁড়ায় ১৩৮ টিতে । তবে বর্ণক্রমানুসারে নাম আসাং বাংলাদেশ ১৩৬ তম, গ্রানাডা ১৩৭ তম এবং গিনি বিসাউ ১৩৮ তম সদস্যপদ লাভ করে।