একটি গাড়ি ঘন্টায় ৪৫ মাইল বেগে ২০ মিনিট চলার পর ঘন্টায় ৬০ মাইল বেগে ৪০ মিনিট চলে। সম্পূর্ণ পথের জন্য গাড়িটির গড় গতিবেগ কত?

সঠিক উত্তর: ৫৫ মাইল/ ঘন্টা
২০ মিনিট = ২০/৬০ ঘণ্টা = ১/৩ ঘণ্টা ৪০ মিনিট = ৪০/৬০ ঘণ্টা = ২/৩ ঘণ্টা মোট সময় = ১/৩ + ২/৩ = ১ ঘণ্টা ২০ মিনিট বা ১/৩ ঘণ্টায় অতিক্রান্ত দূরত্ব = ৪৫ x ১/৩ = ১৫ মাইল ৪০ মিনিট বা ২/৩ ঘণ্টায় অতিক্রান্ত দূরত্ব = ৬০ x ২/৩ = ৪০ মাইল মোট অতিক্রান্ত দূরত্ব = ১৫ + ৪০ = ৫৫ মাইল সুতরাং, গড় গতিবেগ = ৫৫/১ = ৫৫ মাইল/ঘণ্টা