”ইন্দিরা” গ্রন্থটি কার রচনা?

সঠিক উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
'ইন্দিরা' গ্রন্থটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এটি গল্প না উপন্যাস, এ নিয়ে বিতর্ক বিদ্যমান। ১৮৭২ সালে 'বঙ্গদর্শনে' প্রথম প্রকাশিত হয় এবং 'উপকথা' (১৮৭৭) গ্রন্থে সংকলিত হয়। ১৮৯৩ সালে পুনর্লিখিত ও পরিবর্ধিত হয়।