একটি বানর একটি তৈলাক্ত বাঁশ বেয়ে ওপরে উঠতে লাগলো। বানরটি যদি ১ মিনিটে ৫ মিটার উঠে এবং পরবর্তী মিনিটে ১ মিটার নেমে পড়ে তবে ২৫ মিটার উঁচু বাশেঁর মাথায় উঠতে বানরের কত সময় লাগবে?

সঠিক উত্তর: ১১ মিনিট
উঠানাম করে = ২৫ - ৫ = ১০ [যেহুতু শেষ ৫ মিটার উঠে আর নামবে না] ২ মিনিটে উঠে = ৫ - ১ = ৪ মিটার ৪ মিটার উঠে = ২ মিনিটে ২০ মিটার উঠে = (২ *২০)/৪ = ১০ মিনিটে। এবং শেষ ৫ মিনিট উঠে ১ মিনিটে। তাই (১০ + ১) = ১১ মিনিটে।