বিষাদসিন্ধু উপন্যাসের নায়কের নাম লিখুন।

সঠিক উত্তর: ইমাম হোসেন
মীর মশাররফ হোসেনের ইতিহাসআশ্রিত উপন্যাস ‘বিষাদসিন্ধু’ (১৮৮৫ - ১৮৯১, ৩ খন্ড)। মহানবী হযরত মুহাম্মদ (স) - এর দৌহিত্র ইমান হাসান ও হোসেনের সাথে দামেস্ক অধিপতি মুয়াবিয়ার একমাত্র পুত্র এজিদের কারবালা প্রান্তরের রক্তক্ষয়ী যুদ্ধ এবং ইমাম হাসান - হোসেনের করুণ মৃত্যুকাহিনী উপন্যাসটির উপজীব্য বিষয়।