গত ২১ জুন ২০০৫ তারিখে যাত্রাবাড়ী-গুলিস্থান ফ্লাইওভার নির্মাণের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়। নির্মাণ শেষে এ ফ্লাইওভারের দৈর্ঘ্য কত হবে?

সঠিক উত্তর: ১১.৮ কিমি
দেশের দীর্ঘতম ফ্লাইওভার মেয়র মোহাম্মদ হানিফ (পূবনাম যাত্রাবাড়ী - গুলিস্তান ফ্লাইওভার) ফ্লাইওভারের দৈর্ঘ্য র‌্যাম্পসহ ১১.৮ কিমি। ৪ জুন ২০০৬ - এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং নির্মাণ কাজ শুরু হয় ২২ জুন ২০১০। চার লেনবিশিষ্টি ফ্লাইওভারের র‌্যাম্পের সংখ্যা ১৩টি।