পূর্ণাঙ্গ ব্যাঙ শ্বাসকার্য চালায়-

সঠিক উত্তর: ক ও খ উভয়টিই ঠিক
সাধারণত ব্যাংকের বহিঃশ্বসন চার ধরনের - ১. ত্বকীয় ২. মুখ - গলবীয় ৩. ফুসফুসীয় ও ৪. ফুলকা শ্বসন। পূর্ণাঙ্গ ব্যাঙ সাধারণত ত্বক, মুখ গলবীয় ও ফুসফুসের সাহায্যে শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করে । ব্যাঙ্গাচি সাধারণত ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। কারণ তাদের তখন ফুসফুস থাকে না।