ঢাকা বিভাগে কয়টি জেলা আছে?

সঠিক উত্তর: ১৩ টি
১৪ সেপ্টেম্বর ২০১৫ ঢাকা বিভাগ থেকে চার জেলা (ময়মনসিংহ, জামালপুর ,শেরপুর ও নেত্রকোনা) নিয়ে দেশের অষ্টম বিভাগ হিসেবে ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠা লাব করে। তাই বর্তমানে ঢাকা বিভাগে মোট ১৩ টি জেলা রয়েছে।এগুলো হলো - ঢাকা, গাজীপুর , নারায়ণগঞ্জ, নরসিংদী ,মুন্সিগঞ্জ ,মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ফরিদপুর, মাদারিপুর, শরিয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ি। উল্লেখ্য , চট্রগ্রাম বিভাগে ১১টি ,রাজশাহী বিভাগে ৮ টি , রংপুর বিভাগে ৮ টি , খুলনা বিভাগে ১০টি , সিলেট বিভাগে ৪টি এবং বরিশাল বিভাগে ৬ টি জেলা রয়েছে।