ঢাকা পৌরসভা প্রতিষ্ঠত হয কত সালে ?

সঠিক উত্তর: ১৮৬৪
1864 সালে ঢাকা পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয় 1610 সালে । প্রায় আড়াই শতাব্দীর পর ১৮৫০ সালে ব্রিটিশ আমলে পৌরসভা আইন পাশ হয়। এই আইন বলে 1864 সালের 1 আগষ্ট ঢাকা পৌরসভার মর্যাদা লাভ করে। 24 আগস্ট 1983 ঢাকা পৌরসভা ঢাকা পৌর কর্পোরেশনে এ রূপান্তরিত হয়। আর ঢাকা সিটি কর্পোরেশন নামকরণ করা হয় 1990 সালে।