একটি ল্যাপটপের বিক্রয়মূল্য ক্রয়মূল্যের ১/৪ অংশের সমান হলে, শতকরা কত ক্ষতি হবে?

সঠিক উত্তর: ৭৫%
বিক্রয়মূল্য = ৩ × ক্রয়মূল্য/৪ অর্থাৎ, বিক্রয়মূল্য ক্রয় মূল্যের ৪ ভাগের ৩ ভাগ। সুতরাং বিক্রয়মূল্য অবশ্যই ক্রয় মূল্যের চেয়ে কম। অর্থাৎ, ক্ষতি হয়েছে। এখন, ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১০০×৩/৪ = ৭৫ টাকা শতকরা ক্ষতি হয়েছে = (১০০ - ৭৫)% = ২৫%