প্রথম বাংলা ভাষার ব্যাকরণ কে লেখেন ?

সঠিক উত্তর: ন্যাথানিয়েল ব্রাসি হালহেড
প্রথম বাংলা ভাষার ব্যাকরণ লেখেন ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড। বাংলা ব্যাকরণের প্রথম গ্রন্থ রচনা করেন মনোএল দ্যা আসসুম্পাসাঁও। ' ভোকাবুলারিও এম ইদিওমা বেনগেল্লা ই পর্তুগিজ ; দিভিদিদো এম দুয়াস পার্তেস ' নামে ১৭৪৩ সালে পর্তুগালের লিসবন থেকে গ্রন্থটি প্রকাশিত হয় । ব্যাকরণ গ্রন্থ - A Grammar of the Bengali Language ' - গ্রন্থের রচয়িতা ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড।