বাংলাদেশের কোন বিজ্ঞানী 'কলিঙ্গ পুরস্কার' লাভের গৌরব অর্জন করেছেন?

সঠিক উত্তর: ড. আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দীন
বাংলাদেশের বিজ্ঞানী ডঃ আবদুল্লাহ আল - মুতী শরফুদ্দিন 'কলিঙ্গ পুরস্কার' লাভের গৌরব অর্জন করেন। ডঃ আব্দুল্লাহ আল মুতী শরফুদ্দিন ১ জানুয়ারি ১৯৩০ সিরাজগঞ্জে জেলার ফুলবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বিজ্ঞান পরিবেশ শিক্ষা বিষয়ক অসংখ্য বই রচনা করেছেন। তার উল্লেখযোগ্য বইগুলো: বিজ্ঞান ও মানুষ, এযুগের বিজ্ঞান, বিপন্ন পরিবেশ, বিজ্ঞান জিজ্ঞাসা ইত্যাদি।