গ্রীন হাউজ ইফেক্ট বলতে কি বোঝায়?

সঠিক উত্তর: তাপ আটকা পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি
পৃথিবীর বায়ুমণ্ডল এর গড় তাপমাত্রা বৃদ্ধির মাধ্যমে পরিবর্তনশীল আবহাওয়ার প্রক্রিয়াকে গ্রীন হাউস ইফেক্ট বলে। বায়ুমন্ডলে CFC, CO2, CH4, ও N2O প্রভৃতি গ্যাস দ্বারা স্তর বৃষ্টি হওয়ার কারণে বায়ুমণ্ডলের নিম্ন স্তরে আটকে পড়ে এবং সার্বিক তাপমাত্রা বৃদ্ধি পায়।