বিদ্রোহী বালিকা বধূ জমিলা কোন উপন্যাসের চরিত্র ?

সঠিক উত্তর: লাল সালু
"লালসালু " উপন্যাসের স্রষ্টা সৈয়দ ওয়ালীউল্লাহ। এ উপন্যাসের মাধ্যমে ফুটে উঠেছে ধর্মীয় গোড়ামি ও কুসংস্কার। এ উপন্যাসের মূল চরিত্র হলো - মজিদ। কেন্দ্রীয় চরিত্র মজিদের দুই স্ত্রী রহিমা ও জমিলা।