কোন গ্রন্থখানি বেগম রোকেয়ার লেখা?

সঠিক উত্তর: মতিচুর
বেগম রোকেয়ার প্রথম রচনা ‘পিপাসা’ ১৯৩২ সালে ‘নবপ্রভা’ (চৈত্র ও বৈশাখ - ১৩০৮ - ১৩০৯ সংখ্যা) - এ প্রকাশিত হয়। তাঁর প্রথম গ্রন্থ ‘মতিচুর’ (প্রথমখণ্ডে) প্রকাশিত হয় ১৯০৪ সালে এবং এর দ্বিতীয়খণ্ডে - প্রকাশিত হয় ১৯২২ সালে। ‘মতিচুর’ - এর প্রথমখণ্ডে ৭টি এবং দ্বিতীয়খণ্ডে ১০টি প্রবন্ধ সংকলিত হয়েছে। এর মধ্যে দু - একটি প্রবন্ধ বাদে প্রায় সবগুলো প্রবন্ধই নারী জাগরণ মূলক। এরমধ্যে ‘স্ত্রী জাতির অবনতি’, অর্ধাঙ্গী’, ‘বোরকা’, ‘সুলতানার স্বপ্ন’, ‘নারীসৃষ্টি’ ইত্যাদি উল্লেখযোগ্য প্রবন্ধ। এ সব প্রবন্ধে রোকেয়ার নারীমানসের বিভিন্ন দিক ফুটে উঠেছে।