”নিদাখ” শব্দে ”নি” উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

সঠিক উত্তর: আতিশয্য
”নিদাখ” শব্দে ”নি” উপসর্গটি আতিশয্য অর্থে ব্যবহৃত হয়েছে । বাংলা ভাষায় উপসর্গ তিন প্রকার । যথা : বাংলা উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ ও বিদেশি উপসর্গ । বাংলা উপসর্গ ২১টি ও সংস্কৃত উপসর্গ ২০টি । তবে - আ, সু, বি, নি এ চারটি উপসর্গ বাংলা ও তৎসম উপসর্গেই রয়েছে । 'নিদাঘ' শব্দে 'নি' উপসর্গটি আতিশয্য অর্থে ব্যবহৃত হয়েছে ।